ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার গৃহকর্তার দেহ, উদ্ধার স্ত্রী-পুত্রর দেহও, কোচবিহারে ব্যাপক চাঞ্চল্য

From : রাইট
Nov 18, 2021
3:27:00 PM
একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। একটি ঘরে পরে রয়েছে স্ত্রী এবং পুত্রসন্তানের নিথর দেহ।এবং আর একটি ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার গৃহকর্তার দেহ।কোচবিহারের (Cooch Behar) গুঞ্জাবাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে। দিনহাটার গোসানিবাড়ির বাসিন্দা বছর আটত্রিশের উৎপল বর্মণ আচার্য গজেন্দ্রনাথ শীল কলেজে অধ্যাপনা করেন। সে কারণেই স্ত্রী অঞ্জনা এবং বছর আটেকের পুত্রসন্তান অদৃশকে নিয়ে কর্মসূত্রে গুঞ্জাবাড়িতে ভাড়াবাড়িতে থাকতেন। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার পরিজনদের সঙ্গে শেষবার ফোনে কথা বলে খুব শীঘ্রই বাড়িতে যাবেন বলেই জানিয়েছিলেন উৎপল। এদিকে, বাড়িমালিককেও সেকথা জানিয়েছিলেন তিনি।তবে বৃহস্পতিবার হয়ে গেলেও বাড়ি যাননি উৎপল।এবং তাঁর সঙ্গে পরিজনরা আর যোগাযোগও করতে পারেননি। সে কারণেই এদিন সকালে উৎপলের ওই ভাড়াবাড়িতে আসেন পরিজনেরা। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন তাঁরা।কিন্তু কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা। তাঁরা দেখেন, একটি ঘরে হাতে হেডফোনের তার দিয়ে বাঁধা অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলছে উৎপলের দেহ।পাশের ঘর থেকে উদ্ধার হয় উৎপলের স্ত্রী এবং ছেলের দেহ। এরপর উৎপলের পরিজনেরা কোতয়ালি থানার পুলিশকে খবর দেয়।এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুন নাকি আত্মঘাতী হয়েছেন তাঁরা, তা খতিয়ে দেখছে পুলিশ।কারও শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর ফলে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে এখনই কিছু বলা সম্ভব নয় বলেই দাবি পুলিশের।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI