কাঁথির মারিশদা থানার দইসাইতে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত ২

From : রাইট
Mar 04, 2022
1:35:30 PM
শুক্রবার সকালে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের কাঁথির মারিশদা থানার দইসাইতে ঘটে গেলো এক ভয়াবহ পথ দুর্ঘটনা । স্থানীয় সূত্রে খবর , শুক্রবার সকাল ৭টা নাগাদ মারিশদার কামারদা থেকে কাঁথির দিকে অটো করে আসছিলেন ৯ মহিলা শ্রমিক। দইসাই তেলিপুকুরের কাছে একটি ডাম্পার হঠাৎই অটোটির সামনে চলে আসে এবং ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় ৯ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। এরপর আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ২জন মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত এক মহিলার নাম পদ্মাবতী মহড়া। মহিলার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে। অন্য মহিলার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনাস্থলের কাছেই মারিশদা থানার পুলিশের একটি দল গাড়ি পরীক্ষা করছিল।এর ফলে স্থানীয় উত্তেজিত জনতা এই দুর্ঘটনার জন্য পুলিশকেই দায়ী করে তাদের ওপর চড়াও হয় । স্থানীয়দের অভিযোগ, এই জায়গায় গাড়ি আটকে টাকা তুলছিল পুলিশ, তার জেরেই এমন দুর্ঘটনা। এর ফলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ সূত্রে খবর, উন্মত্ত জনতার হামলায় পুলিশের এক অফিসার সহ একজন কনস্টেবল জখম হয়েছেন।এরপরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু সময় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তবে যানবাহন চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI