কলকাতার সেক্টর ফাইভের এসডিএফ মোড়ে এক সাইকেল আরোহীর বাসের ধাক্কায় মৃত্যু !

From : রাইট
Feb 02, 2022
1:55:15 PM
আবারোও ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলো বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী।কলকাতার উপরে বেপরোয়া সাইকেল চালানোর গতির বলি হলেন এই সাইকেল আরোহী।বুধবার সকাল সাড়ে ৯ টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর , বুধবার অফিস টাইমে ওই বাসটি সেক্টর ফাইভের এসডিএফ মোড় দিয়ে যাচ্ছিল।বাসটি খুব দ্রুত গতিতেই চলছিল হটাৎ এক সাইকেল আরোহী সেই সময় বাসের সামনে চলে আসে।ফলে বাসটি নিয়ণ্ত্রন হারিয়ে ফেলে তারপর ওই সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে।ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়।স্থানীয়রা সব জড়ো হয়ে যায় তখন বাসচালক দেখে যে পরিস্থিতি বেসামাল তখন সে বাস রাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়ে পালিয়ে যায়।তখন স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ এসে বাসটি বাজেয়াপ্ত করে।এবং বাসচালককে খোঁজার চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর , এই দুর্ঘটনার জেরে সেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।ওই অফিস টাইমে কিছুক্ষনের জন্য বাস চলাচল বন্দ রাখা হয়েছে।কিন্তু পুলিশ এখনো নিহতের পরিচয় জানতে পারেনি।ওই দিন ডোরিনা ক্রসিংয়ে পর পর দুটি দুর্ঘটনার পর পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতার সমস্ত আনফিট বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিলেন তারপরই এই দুর্ঘটনা।পুলিশ তদন্ত শুরু করেছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI