এবার শেষমেশ হচ্ছে রাজ্-শিল্পার ডিভোর্স? জল্পনা তুঙ্গে

From : রাইট
Nov 21, 2021
1:06:15 PM
পর্নোগ্রাফির উপর ভিত্তি করে রাজ কুন্দ্রার (raj kundra) নাম জড়ানো ও তাঁর জেলবন্দি হওয়ার পর থেকেই শিল্পা শেট্টির (shilpa shetty) ব‍্যক্তিগত জীবন নানান টানাপোড়ন উঠেছে। রাজ যখন জেলবন্দি ছিলেন তখন প্রথমে এ বিষয়ে কোনো মন্তব‍্যই করেননি শিল্পা। কিন্তু পরে তিনি অনুরোধ করেন যে তাঁর সন্তানদের মুখের দিকে চেয়ে তাঁদের গোপনীয়তাকে মর্যাদা দিতে। সংবাদ সূত্রে জানা যায় যে , রাজের এইরকম কাণ্ডে নাকি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। আরো শোনা গিয়েছিল, স্বামীকে ডিভোর্স দিয়ে শিল্পা ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন । তাঁর এক বন্ধুও দাবি করেছিলেন, রাজের টাকা বা সম্পত্তি কিছুই চান না শিল্পা। তাই সন্তানদের নিয়ে তিনি বেরিয়ে যেতে চান। অভিনেত্রীর ইচ্ছা নেই যে সন্তানরা রাজের সান্নিধ্যে আসুক। কিন্তু কিছুদিন পরেই সোশ‍্যাল মিডিয়াতে ফের রাজ শিল্পার বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে । সংবাদ মাধ‍্যমের দাবি, খুব শীঘ্রই নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে তাদের । তবে অপর অংশ থেকে দাবি যে , রাজ শিল্পা বেশ দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোভাবে চেনেন ও জানেন। পর্ন কাণ্ডের পর অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছিলেন ঠিকই, কিন্তু তাঁদের বন্ধন কোনোভাবে ভাঙেনি। তাই বিচ্ছেদেরও কোনো প্রশ্ন নেই বললেই চলে । তার উপরোক্ত প্রমাণও মিলেছে শিল্পার ইন্সটাগ্রাম স্টোরিতে । রাজ বাড়ি ফেরার পরই করবা চৌথ পালন করতে দেখা গিয়েছিল শিল্পাকে। এখনো ইনস্টা হ‍্যান্ডেলে রাজের সঙ্গে কোনো ছবি প্রকাশ‍্যে না আনলেও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের হিমাচল ভ্রমণের একটি ছবি।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI