Rape case : মর্মান্তিক ঘটনা, ক্লাসের বান্ধবীকে ফ্ল্যাটে ডেকে এনে ধর্ষণ করে যুবক

From : রাইট
Sep 28, 2021
11:34:00 AM

বিধাননগর কমিশনারেটের ইকো পার্ক থানার পুলিশ সূত্রে জানা গাছে যে  ক্লাসের বান্ধবীকে নিজের ফ্ল্যাটে ডেকে এনে ধর্ষণ চালায় ওই বাঁকুড়ার সিমলিপাল এলাকার বাসিন্দা সায়ন সিংহ নামে এক যুবক।

বাঁকুড়ার সিমলিপাল এলাকার বাসিন্দা সায়ন সিংহ নামে ওই ছেলেটি তার ক্লাসের বান্ধবীকে তার নিউ টাউনের একটি শপিং মলের কাছে ন’পাড়ার এক আবাসনে ভাড়া বাড়িতে পড়ার নাম করে ডেকে আনে তারপর তাকে ধর্ষণ করে বলে মেয়েটির অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে যে ঐদিন রাতে মেয়েটির অভিযোগ পাওয়ার পর যুবক সায়ন সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। আরো জানা যে ওই যুবকের ইঞ্জিনিয়ারিং কলেজের বি-টেক প্রথম বর্ষের পড়ুয়া । আর মেয়েটির বাড়ি কসবা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । সেদিন রাত্রে পড়াশোনার নাম করে তার বান্ধবীকে ডাকে সেখানে তাকে ধর্ষণ করে তারপর  থেকেই মেয়েটি অসুস্থ হয়ে পরে । 
 মেয়েটি অসুস্থ হওয়ার পর পরিবারের দাবি তাকে বাগুইআটি এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তারপর তার পরিবার তাকে বেসরকারি হসপিটালে ভর্তি করার পর থানায় অভিযোগ দায়ের করে ।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI