ফের আরো একবার শোকের ছায়া টলিউডে,প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

From : রাইট
Mar 24, 2022
2:03:30 PM
প্রয়াত হলেন বাংলার তথা খড়খুটো সিরিয়ালের গুনগুনের বাবা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।গত বুধবার শুটিং এর সময় অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফেরার পর থেকে তার বুকে ব্যাথা শুরু হয় বলে জানান তিনি তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন তিনি। সেই সোয়াটাই ছিল অভিনেতার একেবারে শোয়া।পরদিন বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে তার বাড়ির লোক তাকে নিথর অবস্থায় পায়। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। মাত্র ৫৭ বছর বয়সে অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারেননি গোটা বাংলার বিনোদন জগৎ এবং অভিনেতার পরিবার। পরিবার সূত্রে জানা গেছে যে বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন অভিনেতা অভিষেক । তবুও সেই অবস্থায় শুটিং এর কাজ করে যাচ্ছিলেন । কিন্তু বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। টলিউডের তারকারা ইতিমধ্যে অভিনেতার বাড়িতে এসে হাজির হয়েছে তার শ্রদ্ধা জানানোর জন্য তার মধ্যে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত,ইন্দ্রনীল সেনগুপ্ত ,কোয়েল মল্লিক,তৃনা সাহা,আরো অনেকে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI