বাড়ির ফ্রিজ-টিভি বেচে তীব্র অর্থাভাব মেটাচ্ছে আফগানরা

From : রাইট
Sep 17, 2021
1:42:30 PM

গোটা রাস্তায় ঢেলে টিভি  ফ্রিজ বাড়ির নানারকম আসবাবপত্র বিক্রি করছে আফগানরা। খাদ্যের তাড়নায় বিক্রি করে দিতে হচ্ছে বাড়ির নানারকম আসবাবপত্র। কাবুলের চমন-ই-হাজোরি পার্ক এবং তার সামনের রাস্তায় এখন রকমারি দ্রব্যের পসরা। স্থানীয় বাসিন্দা লাল মহম্মদ কয়েক মাস আগে ২৫ হাজার আফগানি (আফগান মুদ্রা) কেনা রেফ্রিজেটর সেখানে বিক্রি করেছেন মাত্র পাঁচ হাজারে!  


তালিবানের ক্ষমতা দখলের পর এমন ঘটনা ঘটছে যা গোটা দেশ বাসীকে কাঁদিয়ে দেবার মতো। খাদ্যের তাড়নায় বহু আফগান মানুষ নিজেকে বিলিয়ে দিতেও পিছ পান হয়নি। এমনকি   খাদ্যের তাড়নায় তারা  তাদের শেষ সম্বল টুকুও বিক্রি করে  দিচ্ছে । 


চলতি সপ্তাহে জেনেভায় রাষ্ট্রপুঞ্জের বৈঠকে জানানো হয়েছে, আফগানিস্তানের মানবিক বিপর্যয় সামলাতে অন্তত ৬০ কোটি ডলার অর্থসাহায্য প্রয়োজন।রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস সদস্য দেশগুলির কাছে আফগান-অনুদানের আবেদন জানিয়ে বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ (ডব্লিউএফপি) কর্মসূচি রূপায়ণে ওই অর্থ ব্যবহৃত হবে।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI