প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ট্যুইট করে বিদায় জানালেন বিজেপিকে

From : রাইট
Nov 20, 2021
12:29:00 PM
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বরাবরই দলে থেকে দলীয় নেতৃত্বদেরকেই আক্রমণ করে এসেছেন। সর্বদাই তাঁর মুখে শোনা গিয়েছে দলের রাজ্য নেতৃত্ব, থেকে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধাচারণ। সর্বদা চুপচাপ থাকলেও, কিছুদিন আগেই দিলীপ ঘোষ তথাগত রায়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘লজ্জা লাগলে’ তাঁকে দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন। এবং তথাগত রায় কটাক্ষ করে বলেছিলেন, ‘দিলীপ ঘোষের মত মানুষের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়’। এরপর তথাগত রায় তার নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘সাধারণ একটি তথ্যঃ আমার প্রোফাইলের বায়োতে ছোট্ট একটু বদল করেছি। আগে যেখানে ‘ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু’ লেখা ছিল, এখন সেখানে একটু বদল করে ‘সম্প্রতি হুইসেলব্লোয়ার’ লেখা হয়েছে’।তথাগত রায়ের এই পোস্ট নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। সেই জল্পনায় নিজেই জল ঢেলে দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এবার স্যোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে গেল।তবে কি এবার ৩১ বছরের সম্পর্ক ভেঙে বিজেপি ছেড়ে চলে যাবেন তথাগত রায়? ট্যুইটারে তিনি লেখেন, ‘কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI