বন্ধুর বাবার যৌন লালসার শিকার এক ১৪ বছরের কিশোরী ,মদ্যপানের পর ধর্ষণ

From : রাইট
Jan 31, 2022
12:35:00 PM
পূর্ব কলকাতার আনন্দপুরের চৌবাগার বাসিন্দা এই ধর্ষিত ১৪ বছরের কিশোরী।দু -দিন আগে বিকেলে বন্ধুর বাড়িতে বেড়াতে ওই কিশোরী বেড়াতে গিয়েছিলো।তারপর ওর বন্ধুর বাবা মহানন্দ তার মেয়েকে ফুচকাওয়ালার কাছ থেকে চুরমুর আনতে পাঠায়।সেই ফাঁকে কিশোরীকে একা পায় সে তারপর তাকে জোর করে মদ্যপান করায় সে।এরপর কিশোরী প্রায় অচেতন হয়ে যায় সেই সুবর্ণসুযোগ হাতছাড়া করেনি মহানন্দ।সেই সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে মহানন্দ।তাই মহানন্দের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর , ওই কিশোরীর বয়স হবে ১৪ বছর তাকে এই বয়সে তার বন্ধুর বাবার যৌন লালসার শিকার হতে হয়েছে।এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি ওই কিশোরীকে জোর করে মদ্যপান করিয়ে যৌন নিগ্রহ করেছে।এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর , ওই কিশোরী ধর্ষিত হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।ওই কিশোরীর বাড়িতে সবাই চিন্তিত মেয়ে কেন এতক্ষন বাড়িতে ঢুকেনি।তারপর ওই কিশোরীর নেশা কাটতে কোনোরকম ভাবে বাড়ি ফিরেছে।তারপর বাড়ির লোক ওই কিশোরীকে এই অবস্থায় দেখে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। তারপর ওই কিশোরীর বাড়ির অভিভাবকরা পুলিশে খবর দেয়।পুলিশ হাসপাতালে যায় ওই কিশোরীর বয়ান নিতে যে কি ঘটেছিলো সেদিন।এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই কিশোরীকে তখন কিশোরী পুরো ঘটনাটি খুলে বলে।বলে যে তাকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করেন ওর বন্ধুর বাবা।এরপর বন্ধুর বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আনন্দপুর থানায়।এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার ও করে।বর্তমান কিশোরী হাসপাতালেই আছেন চিকিৎসক বলেছেন এখন কিছুদিন rest এ থাকতে হবে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI