চার্জে বসিয়ে মোবাইলে গেম খেলতে গিয়ে মোবাইল বিস্ফোরণে প্রাণ গেল এক গৃহবধূর !

From : রাইট
Feb 02, 2022
11:55:00 AM
দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুরে পরানকাঠি এলাকার বাসিন্দা এই গৃহ বধূ ।ওই মৃত বধূর নাম শম্পা বৈরাগী।ওই গৃহ বধূ চার্জে বসিয়ে মোবাইলে গেম খেলছিলেন।আর তখনই ঘটেগেল এক ভয়াবহ দুর্ঘটনা।যার পরিণতি হল খুবই ভয়াবহ ওই মোবাইল ফোনটি হটাৎ বিস্ফোরণ হয়ে যায় এবং এই গৃহবধূর প্রাণ হারান। পুলিশ সূত্রে খবর ,সম্পাদেবী মোবাইল ফোনটি চার্জে বসিয়ে গেম খেলছিলেন হটাৎ আচমকা বিকট শব্দ পান প্রতিবেশীরা।প্রতিবেশীরা ছুটে এসে দেখেন দগ্ধ অবস্থায় পড়ে আছেন সম্পাদেবী।তাকে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এক বেসরককারী হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা।শম্পাদেবীর অবস্থা একটু একটু করে অবনতির দিকে যাচ্ছিলো।তারপর মঙ্গলবার দুপুরে ওই হাসপাতালেই মৃত্যু হয় ওই গৃহবধূর। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে , মোবাইল বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার।এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা খুবই আতঙ্কে আছেন।তবে কিভাবে ওই মোবাইল বিস্ফোরণ হলো বা কিভাবে ওই মহিলার শরীরে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।তবে পুলিশ মনে করছে ওই মোবাইল ফোন বিস্ফোরণ হওয়ার কারণেই সম্পাদেবীর মৃত্যু হয়েছে।তবে সম্পাদেবীর মৃত দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ তার রিপোর্ট আসার পর জানা যাবে কি কারণে এমনটা ঘটলো।তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI