একবালপুরে ভরসন্ধেয় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ,জখম ৫

From : রাইট
Feb 01, 2022
11:35:15 AM
পুলিশ সূত্রে খবর ,একবারপুর লেনের একটি পাঁচতলা বাড়িতে একটি ছোট্ট পরিবার থাকতেন।কিছুদিন আগেই গ্যাসের কানেকশন নিয়েছেন তাঁরা।পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে ওই গ্যাস ব্যাবহার করতে গিয়ে প্রবল সমস্যায় পড়েছেন ওই পরিবার।এরপর তারা গ্যাস অফিসে তাদের সমস্যার কথা জানান।তারপর সোমবার সন্ধ্যায় গ্যাস অফিস থেকে এক ব্যাক্তিকে তাঁর বাড়িতে পাঠান গ্যাস ঠিক করার জন্য।আর তিনি রীতিমতো কাজ শুরু করেন তারপর এই দুর্ঘটনাটি ঘটে যায়।বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তারপর ফুলকির মতো গোটা আগুন ছড়িয়ে পড়ে।এবং গোটাটা আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর , স্থানীয়রা এসে দমকলকে খবর দেয়।এবং সাি বাড়িতে যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করেন।ওই বাড়িতে ৪-৫ জন ছিলেন সবাইকে আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।সবাই গুরুতর জখম হয়েছেন।স্থানীয়রা খুবই আতঙ্কে পড়ে গেছেন।দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গেছে , গ্যাস সারাইয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন ওই কর্মী ছাড়া আরোও ৪ সদস্য।তাদের মধ্যে দুজন মহিলা আর দুজন পড়ুয়া।প্রত্যেকেই আগুনে দগ্ধ হয়েছেন।প্রত্যেকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।চিকিৎসকেরা বলেছেন খুব গুরুতরভাবে জখম হয়েছেন ওনারা বেশ কিছু জায়গা পুড়ে গেছে তাদের এখন কিছু দিন সেখানে থাকতে হবে তাদের চিকিৎসা চলবে।কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।ঠিক কিভাবে সিলিন্ডারে আগুন লাগলো তা পুলিশ খোঁজার চেষ্টা করছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI