কালনায় বছর আটের বালক ' মা 'কে খুঁজতে গিয়ে মাঠ ভেবে পানাপুকুরে পা জলে ডুবে মৃত্যু

From : রাইট
Dec 27, 2021
12:05:45 PM
বর্ষশেষের ছুটিতে আত্মীয় পরিজনদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ওই খুদে বালক।বীরভূমের লাভপুরের মহদরী গ্রামের বাসিন্দা ওই বালক।ওই বছর আটের মৃত বালকের নাম প্রহ্লাদ মন্ডল।বর্ষশেষের ছুটিতে খুদে প্রহ্লাদ পরিজনদের সাথে রবিবার বেড়াতে গিয়েছিলেন তাঁরা।কালনার ভবা পাগলার বাড়ি দর্শনে গিয়েছিলেন তাঁরা।দাদুর হাত ধরেই ঘুরছিলেন খুদে প্রহ্লাদ হটাৎ এতো আনন্দের মাঝখানে শোকের ছায়া নেমে এলো ওই পরিবারে। পরিবার সূত্রে খবর , কালনার ভবা পাগলার বাড়ি দর্শনে দাদুর সঙ্গে ঘুরছিলেন সেই খুদে সদস্য প্রহ্লাদ।আর দাদু মন্দির পরিদর্শন করছিলেন তার সাথে তার নাতিও ছিল।কিন্তু প্রহ্লাদের মা সেই মন্দিরেই ছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে গেছেন।আর খুদে প্রহ্লাদ তার দাদুর হাত ছেড়ে মাকে খুঁজতে বেরায়।মার কাছে যাওয়ার জন্য প্রহ্লাদ উতলা হয়ে ওঠে, পাগলের মতো ছুটতে থাকে মাকে খোঁজার জন্য।দাদুর বারণ না শুনেই সে এদিকসেদিক ছুটে চলেছে।মাকে খুঁজতে গিয়ে সে মাঠ ভেবে পানাপুকুরে পা দিয়ে দে তারপর নিমেষের মধ্যে সে তলিয়ে যায়। অনেক্ষন কেটে যায় কিন্তু পরিজনরা সেই খুদে প্রহ্লাদকে আর খুঁজে পায় না।মন্দিরের চারিদিকে খুঁজে ফেলে কিন্তু প্রহ্লাদকে আর খুঁজে পায় না কোথাও।পরিজনরা প্রহ্লাদকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।গোটা খোঁজাখুঁজি শুরু হয় তারপর সন্ধ্যা থেকে প্রায় রাত হয়ে যায় সেইসময় পানাপুকুরে তল্লাশি চালায় মন্দির কতৃপক্ষ।তারপর ওই পানাপুকুর থেকেই উদ্ধার করা হয় প্রহ্লাদকে।সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে খুদে প্রহ্লাদকে মৃত বলে ঘোষণা করে।এই খবর শুনে পরিজনেরা ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ , মন্দির কতৃপক্ষকে এই ঘটনার জন্য দায়ী করেছে পরিবারের লোকজন।তাদের দাবি মন্দির কতৃপক্ষ মন্দিরের চারিদিকে আলোর বন্দোবস্ত করেনি।আরোও মন্দিরের পুকুরে নেই কোনো গার্ডওয়াল।তাই আজ এইরকম ঘটনাটি ঘটলো।এর জন্য তাদের খুদে প্রহ্লাদকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।এই মর্মান্তিক ঘটনার জন্য তার গোটা পরিবার শোকস্তব্ধ হয় গেছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI