কফিনবন্দি ৫ বাঙালির দেহ উত্তরাখণ্ড থেকে শহরে ফিরে এল, পরিবারের শেষ বিদায় চোখের জলে

From : রাইট
Oct 28, 2021
12:52:45 PM
প্রকৃতির চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্গম পেরিয়ে বরফে মোড়া উত্তরাখণ্ডে গিয়েছিলো মনের শান্তি খুঁজতে। কিন্ত সে আশা আর পূরণ হল না। প্রবল তুষারপাত বরং প্রীতম রায়, সাধন বসাকদের জীবন কেড়ে নিল। পাঁচ অভিযাত্রীর দেহ বৃহস্পতিবার সকালে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল। মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী উজ্বল বিশ্বাস রাজ্য সরকার থেকে হাজির ছিলেন। এবং বিমানবন্দরে পরিজনদের হাতে তাদের দেহ তুলে দেন। ওই মৃত ৫ জন যাত্রীর নাম ছিল প্রীতম রায়, সাধন বসাক, সাগর দে, শরীরশেখর দাস এবং চন্দ্রশেখর দাস। এই ৫ জনের নিখোঁজ থাকার পর তার পরিবারের লোকেরা মৃত্যুর খবর পেয়েছিল। তাদের শেষবার দেখার জন্য তাদের পরিবারের লোকেরা আকুল ছিল। সকাল সোয়া আটটা এবং সাড়ে ন’টা নাগাদ দু’টি বিমানে অবশেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কফিনবন্দি পাঁচটি দেহ। শেখর দাস, চন্দ্রশেখর দাস, ও সাগর দে হাওড়া বাগনানের বাসিন্দা। প্রীতম রায় ছিলেন রানাঘাটের বাসিন্দা। প্রীতম ডাক্তারি পড়ছিল। আগামী বছরই তার ডাক্তারি পাশ করার কথা। সাধন বসাক ঠাকুরপুকুরের বাসিন্দা ছিলেন। প্রীতমের ১০ তারিখ ফোনে বাড়ির লোকের সাথে কথা হয়। তখন সব ঠিক ছিল জানায়। কিন্ত সেদিন রাতে হটাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। সুন্দরডুঙ্গা হিমবাহের কাছে প্রবল তুষারঝড়ে তারা আটকে যান। আর সেখানেই তাদের মৃত্যু হয়।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI