নন্দীগ্রাম মামলায় মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার আইনি লড়াইয়ে তাকিয়ে সব পক্ষ

From : রাইট
Nov 29, 2021
1:06:15 PM
‘‌নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে’‌ এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। তাঁর নিশানায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জুন মাসে কলকাতা হাইকোর্টে প্রথম মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি বিজেপি ঘনিষ্ঠ অভিযোগ তুলে অন্য বিচারপতির বেঞ্চে মামলা পাঠানোর আর্জি জানান। সেই সূত্রে বিচারপতি পরিবর্তন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। জুলাই মাসে মামলাটি শম্পা সরকারের বেঞ্চে মামলাটি যায়। কিন্তু এই মামলায় বেঞ্চ বদল হওয়ায় বেঁকে বসেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি, ওই মামলার বেঞ্চ বদল ঘটায় সুবিচার পাবেন বলে আশা করছেন না তিনি। তাই ভিন রাজ্যে মামলা সরানোর আর্জি জানান সুপ্রিম কোর্টে।আর সেই শুনানি হতে পারে আজ।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI