NRS হাসপাতালে এক কিশোরের যকৃতে ফিতাকৃমির ‘ডিম’, প্রাণ ফেরাল চিকিৎসকরা

From : রাইট
Nov 19, 2021
12:42:45 PM
একটি ১৮ বছরের কিশোরের মাঝেমধ্যেই বমি এবং ভয়ংকর কাশি হত। কি কারণে এমন হত ওই কিশোরের বাড়ির লোকেরা একদমই বুঝতে পারেনি। এমন হওয়ার আসল কারণ NRS হাসপাতালে জানা গেল। ওই কিশোরের নাম নুর আলম খান। কারণটি হল, আলমের পেটে ফিতাকৃমি ঢুকেছিল। ওই ফিতাকৃমি থেকে ডিমের মতো এক মাংসপিণ্ড আলমের যকৃতে তৈরী হয়ে গেছিল। যাকে হাইডেটেড সিস্ট বলা হয় চিকিৎসার ভাষায়। ওই কিশোর অর্থাৎ নুর আলম খান বাঁকুড়ার প্রত্যন্ত বাদুলারা গ্রামের বাসিন্দা ছিলেন। কিন্তু সবার একটাই প্রশ্ন ফিতাকৃমি কিভাবে ঢুকল শরীরের ভিতরে? এই ব্যাপারে চিকিৎসক ডা. উৎপল দে জানান, এই ফিতাকৃমি কুকুরের দেহে পাওয়া যায় সাধারণত। এই কৃমির ডিম্ কুকুরের মলে মিশে থাকে। এরা মাঠে ঘাটে মলত্যাগ করে ফলে এটি ঘাসের সাথে মিশে যায়। অনেকেই খালি পায়ে চলাফেরা করেন রাস্তা ঘাটে, এর ফলে ওই ফিতাকৃমি মানুষদের শরীরে প্রবেশ করে। আর তখনই সংক্রমণ দেখা যায় ফিতাকৃমির। ডা. উৎপল দে জানিয়েছেন, জুতো পরে হাটা উচিত সবার। ওই কিশোরের যকৃৎ থেকে বলের সাইজের সিস্ট বের করা হয়েছে। ওই সিস্ট যদি ফেটে যেত তাহলে কয়েক হাজার লার্ভা শরীরে ছড়িয়ে পড়ত। তখন ওই কিশোরকে বাঁচানো সম্ভব হত না।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI