অঙ্ক মেলাতে না পেরে আত্মঘাতী শিলিগুড়ির দ্বাদশ শ্রেণীর এক মেধাবী ছাত্র !

From : রাইট
Jan 27, 2022
1:15:30 PM
স্থানীয় সূত্রে খবর , শিলিগুড়ির জ্যোতিনগর এলাকার বাসিন্দা ছিলেন ওই আত্মঘাতী ছাত্র সোমনাথ সাহার।সোমনাথ বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল।শিলিগুড়ির এক বালক বিদ্যালয়ের ছাত্র ছিল সোমনাথ।সোমনাথ মাধ্যমিকে ৯৩ শতাংশ নাম্বার পেয়েছিলো এই থেকেই বোঝা যায় সোমনাথ খুব মেধাবী ছিল।কিন্তু হটাৎ কি হলো সে এই সিদ্ধান্ত নিলো।সোমনাথের পদার্থবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছে ছিল।এটা নিয়েই তার স্বপ্ন ছিল কিন্তু হটাৎ তার স্বপ্ন মঙ্গলবার রাতেই থমকে গেল।কারণ ওই দিন তার বাড়ির লোক তার রুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে।এই ফুটফুটে ছেলেটার নিথর দেহ দেখে তার বাড়ির লোক খুব ভেঙে পড়েছে।তারপর তারা পুলিশে খবর দেয়।পুলিশ এসে সোমনাথের মৃত দেহ ময়নাতদন্তে পাঠায়। শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পড়াশোনা নিয়ে অত্যধিক চাপ না মানসিক অন্য কিছু চাপ কারণ তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।আত্মহত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা সবার কাছে।পুলিশ সূত্রে খবর ,ঘরে রাখা আছে হোয়াইট বোর্ড তাতে ধাপে ধাপে কষা অঙ্ক।কিন্তু শেষ দিন সেই হোয়াইট বোর্ডে অসমাপ্ত অঙ্ক।বোর্ডে লেখা আছে ''মা আই কুইট''।তারপর এইকান্ড তবে পুলিশ বষয়টি খতিয়ে দেখছে। বুধবার দুপুরে ওই ছাত্রের নিথর দেহ বাড়িতে আসে।তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।সোমনাথের মা বলেন ছেলে তার সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো।তারপর মঙ্গলবার বিকালে তার ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখলে দেখতে পান তার ছেলের দেহ ঝুলছে।জানা গিয়েছে তারপর তার মা অসুস্থ হয়ে গিয়েছেন। পুলিশ সোমনাথের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে ,সোমনাথ ছোটোখাটো বিষয় নিয়ে খুব চিন্তা করতো।সোমনাথ পড়াশোনা নিয়ে খুবই মনোযোগী ছিল এমনকি অঙ্ক বা আলাদা কোনো বিষয় নিয়ে সমস্যা হলে চিন্তিত হয়ে পড়তো। সোমনাথ সবসময় কোনো না কোনো মানসিক অবসাদে ভুগত।তাই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI