পেট্রল-ডিজেলের মূল্য এই মাসেই বাড়ল ২৩ বার, অব্যাহত এখনও জ্বালানির জ্বালা

From : রাইট
Oct 29, 2021
12:57:45 PM
বেড়ে চলেছে জ্বালানির দাম। ডিজেলও এগোচ্ছে পাল্লা দিয়ে। পেট্রল ও ডিজেলের দাম শুক্রবার বেড়েছে ২৪ থেকে ৩৮ পয়সা পর্যন্ত। তিনদিন পরপর বাড়ল জ্বালানি তেলের মূল্য। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় শুক্রবার পেট্রলের দাম লিটারপ্রতি ১০৯ টাকা ২ পয়সা বেড়েছে। অর্থাৎ ২৪ পয়সা বেশি আগের দিন থেকে। ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা লিটার পিছু। ৩৫ পয়সা বেড়েছে আগের থেকে। দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রলের মূল্য ১০৮ টাকা ৬৪ পয়সা দিল্লিতে। তার পাশাপাশি ৯৭.৩৭ টাকা ডিজেলের মূল্য লিটারপিছু। ৩৫ পয়সা করে এই দুটি মুল্য বেড়েছে। মুম্বইয়ে শুক্রবার ১১৪ টাকা ৪৭ পয়সায় এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে। আর ডিজেলের দাম ১০৫ টাকা ৪৯ পয়সা। ৩৫ ও ৩৭ পয়সা করে আগের দিনের থেকে বেড়েছে। চেন্নাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১০৫ টাকা ৪৩ পয়সা লিটার প্রতি। আর ১০১ টাকা ৫৯ পয়সা করে ডিজেল বিক্রি হচ্ছে। পেট্রল-ডিজেলের দাম রাজস্থানের শ্রীগঙ্গানগরে সবচেয়ে বেশি এখন। পেট্রল সেখানে ১২০ টাকা করে। আর ডিজেল ১১২ টাকা করে। জ্বালানির মূল্য এই নিয়ে ৩ বার বাড়ল সপ্তাহে। আর মাসে ২৩ বার বাড়ল। কিন্ত এই নিয়ে সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই, আর বিরোধীরাও প্রতিবাদ করছে না।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI