পেট্রোল ডিজেলের এই আকাশ ছোঁয়া দাম কবে কিভাবে কমবে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।

From : রাইট
Sep 24, 2021
1:45:15 PM

পেট্রোল ডিজেলের এই আকাশ ছোঁয়া দাম কবে কিভাবে কমবে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।
পেট্রোল ডিজেলের এই আকাশ ছোঁয়া দামে খুব ভোগান্তির মধ্যে কাটাচ্ছে সাধারণ মানুষ। তিনি বলেন ‘রাজ্য সরকারের জারি করা ট্যাক্সের কারণে রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্র সরকার প্রতি লিটার পেট্রোল ৩২টাকা করে ট্যাক্স নেয়। যখন কাচাতেলের দাম ব্যারেল প্রতি ১৯ ডলার ছিল তখন ও এই একই ট্যাক্স নিতো কেন্দ্র। এমনকি দাম যখন ৭৫ টাকা ব্যারেল প্রতি হয়েছে, তখনও একই কর নিত কেন্দ্র। কেন্দ্র সরকার এই ট্যাক্সের টাকা রেশন, ঘর , উজ্বালা এবং কৃষকদের জন্য যে স্কিম গুলো চালু করেছে সেখানে এই অর্থ ব্যায় করে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Sing Puri) বলছেন, ‘যতক্ষণ না পেট্রোলকে GST-র আয়ত্তায় আনতে দিচ্ছে রাজ্য সরকার, ততক্ষণ অবধি পেট্রোপণ্যের দাম কমা সম্ভব নয়’।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI