রয়্যাল বেঙ্গলের মুখ থেকে ২ মৎস্যজীবী তাদের সঙ্গীকে ফেরালেন

From : রাইট
Nov 09, 2021
12:38:00 PM
সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার পরে ৩ জন বন্ধু নৌকায় শুয়ে গল্প করছিল। হঠাৎই একটি বাঘ ওই নৌকায় ঝাঁপিয়ে পড়ে। লক্ষ্মীন্দর সাঁপুই নামে এক মৎস্যজীবীর মাথায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে পালাচ্ছিল। কিন্তু বাকি ২ জন বাঘের সঙ্গে রীতিমতো লড়াই করে তাদের সঙ্গীকে বাঁচায়। এই ঘটনায় সুন্দরবনে চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ওই দুজনের সাহসিকতার জন্য সবাই প্রশংসা করেছে। এই ঘটনাটি ঘটেছে সোমবার। ওই তিনজন মৎস্যজীবীর নাম ইব্রাহিম শেখ, সৌমিত্র সরদার, লক্ষ্মীন্দর সাপুই। এরা তিনজনই কুলতলির দেউলবাড়ির চিতুরিমুখ এলাকার বাসিন্দা। জানা গেছে, ওরা তিনজন সোমবার নদীতে কাঁকড়া ধরতে গেছিল সুন্দরবনের বেণীফেলি জঙ্গলের কাছে। কাঁকড়া ধরার পর তারা নৌকায় শুয়ে গল্প করছিল। হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের তিনজনের মধ্যে লক্ষ্মীন্দরের মাথায় কামড়ে জঙ্গলের দিকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সৌমিত্র ও ইব্রাহিম বাঘের সঙ্গে লড়াই করে লক্ষ্মীন্দরকে বাঁচায়। সুন্দরবনে এইরকম ঘটনা প্রায় ঘটে থাকে। এইরকম হামলায় কারোর মৃত্যু হয় আবার কেউ নিজের প্রাণ বাঁচায়। কিন্তু লক্ষীন্দরকে বাঁচানোর ঘটনা সকলকে অনুপ্রাণিত করেছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI