তেলেঙ্গাবাগানে মদের আসরে নিজেদের ভিতরে মারামারির জেরে এক যুবকের মৃত্যু ,যুবকের রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য!

From : রাইট
Jan 31, 2022
1:45:15 PM
স্থানীয় সূত্রে খবর ,তেলেঙ্গাবাগানের দত্ত বাগানের বাসিন্দা লোকনাথ দত্ত।লোকনাথ রবিবার রাতে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন।ফেরার পথে তিনি তাঁর কিছু বন্ধুবান্ধবদের সাথে মদের আসরে বসেছিলেন।তাদের প্রায় মদের আসর বসতো এবং নেশার চোটে তাদের ভিতরে নানারকম বচসাও হতো।সেদিনও প্রত্যেকদিনের মতো তাদের রীতিমতো মদের আসর বসেছে কিছুক্ষন পর তাদের ভিতর বোচোসায় জড়িয়ে পড়েন লোকনাথ।তারপরের দিন যেখানে মদের আসর বসতো সেখানেই একটি ভ্যানের উপর থেকে লোকনাথের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।তারপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ সূত্রে খবর , পুলিশরা অনুমান করছেন এই ঘটনাটি শুধু মদ্যপ অবস্থায় মারামারির জের নাকি অন্য কিছু ?এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।এই ঘটনা ঘিরে পুরো এলাকা থমথমে হয়ে রয়েছে।পুলিশ সেই যুবকের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।রিপোর্ট এলে জানা যাবে সেদিন কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে যে ওই যুবককে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।ওই মৃত যুবকের পরিবারের দাবি ওই দিন মদের আসরে বচসার জেরেই তাকে খুন করা হয়েছে।তাই পুলিশ খোঁজ নিচ্ছে যে সেদিন মদের আসরে কে কে ছিল বা কি ঘটেছিলো।তা পুলিশ খতিয়ে দেখছে।পুলিশ তদন্ত করে জানতে পারে যে গোপাল ভাদুড়ি নামে এক ভদ্রলোক সেদিন মদের আসরে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন লোকনাথ।তাই তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। স্থানীয় বাসিন্দারা রীতিমতো গোপাল ভাদুড়ির উপর রেগে রয়েছেন।তারা পুলিশের কাছে দাবি করেছেন এই প্রত্যেকদিন মদের আসরের জন্য চিৎকার চেঁচামেচি লেগেই থাকে তাই তাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।যত তাড়াতাড়ি সম্ভব এই মদের আসর বন্দ করা উচিত।পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে এবং আরোও কারা এই খুনের পিছনে যুক্ত আছেন তা বের করবে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI