শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের বর্ষপূর্তিতে কাঁথিতে উচ্ছ্বাস দিবস পালন তৃণমূলের

From : রাইট
Dec 21, 2021
11:08:00 AM
একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।রবিবারই ছিল শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের বর্ষপূর্তি।তৃণমূল ছাড়ার পর থেকেই মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের বিরুদ্ধেএকের পর এক তোপ দেগেছেন তিনি। সেই উপলক্ষ্যে সোমবার কাঁথির তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর দলত‍্যাগের বর্ষপূর্তির আনন্দে সামিল হলেন।এবং উচ্ছ্বাস দিবস ও সংহতি পদযাত্রা পালন করার পাশাপাশি সবাইকে মিষ্টিমুখ করালেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে টুইট করে লেখেন, ‘গতকাল কোন অনুমতি না নিয়েই আমার বাড়ির সামনে লাউড স্পিকারে গান বাজায় তৃণমূল। পুলিশ দিয়েও আটকানো যায়নি।‘ব‍্যস্ততার জন্য আমি বাড়িতে না থাকতে পারলেও আমার বছর ৮৩-র বৃদ্ধ বাবা এবং ৭৪ বছরের অসুস্থ মা রয়েছেন। তাঁরা এই উপদ্রবের লক্ষ্য হচ্ছেন’। শুভেন্দু অধিকারীর টুইটে পাল্টা টুইট করে কুনাল ঘোষ লেখেন, ‘কাঁথির প্রচারের বিষয়টা আগে থাকতেই পরিকল্পত ছিল। এর সঙ্গে তোমার কালকের নাটকের কোন মিল নেই। রাজনৈতিক কর্মসূচি হয়েছে শুধু, ওর বাড়ির সঙ্গে কোন অন্যায় আচরণ করা হয়নি। যখন ২০১৩ সালে আমি গ্রেফতার হয়েছিলাম, তখন আমার ক্যানসার আক্রান্ত মায়ের বাড়ির কাছেই মাইক বসানোর সময় কিছু মনে ছিল না!’

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI