উত্তরাখণ্ডে তুষার ধস নেমে রাজ্যের ৫ জন অভিযাত্রীর মৃত্যু

From : রাইট
Oct 22, 2021
2:04:00 PM

 উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারধসের ফলে মৃর্তুর কবলে রাজ্যের ৫ জন  বাঙালি অভিযাত্রীর।  খবর সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বাগেশ্বর। 

এই মৃতদের মধ্যে তিনজন হলেন হাওড়ার বাগনানের বাসিন্দা, ১ জনের বাড়ি ঠাকুরপুকুর। আর একজনের বাড়ি নদিয়ার রানাঘাটে। 

পরিবার সূত্রে খবর অনুযায়ী , উত্তরাখণ্ডের সুন্দরডুঙ্গা উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছে ৫ জনের মৃতদেহ। মৃতদের পরিবার সূত্রে খবর অনুযায়ী ,  ১০ অক্টোবর উত্তরাখণ্ডের সুন্দরডুঙ্গা উপত্যকাযা অভিযানের জন্য  এই ৫ জন রওনা দেন। আর  ১৭ অক্টোবর তাঁরা দুর্ঘটনায় পড়েন।  

পরিবারের সূত্রে  দাবি যে , গতকাল বিকেলে পরিবারে খবর আসে এই পাঁচজনের যে দলটি যে অভিযানা বেরিয়েছিল তাদের প্রত্যেককেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বাগেশ্বর কন্ট্রোলরুম থেকে পরিবারকে সরকারিভাবে এই মৃত্যুর খবর জানানো হয়।

এবার পুজোর ছুটিতে বেড়াতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার অভিজ্ঞতার মুখে পড়েছেন বাংলার বহু পর্যটকও। দশমীর দিন হাওড়া থেকে নৈনিতালের উদ্দেশে রওনা দেন কমপক্ষে ৫০ জন পর্যটক। তাদের মধ্যে ৫ জন মৃর্তু হয়।


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI