ভরা কোটালে ফুঁসছে দিঘা,ভরা কোটাল বাঁধ ভেঙে ঢুকছে জল

From : রাইট
Sep 20, 2021
3:32:15 PM

দক্ষিণবঙ্গের বৃষ্টির জেরে দিঘার চেহারা পুরো পাল্টে দিয়েছে। রবি থেকে সোম সারাদিন বৃষ্টি হওয়ার কারণ দিঘার জল ফুঁসছে। করোনা বিধি নিষেধ একটু কমায় দিঘায় পর্যটকদের ভিড় জমেছে। তার মধ্যে আবার সামনে রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর সারাদিন বৃষ্টি দুটো মিলিয়ে একদম সমুদ্র উত্তাল।  স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সমুদ্র স্নানে নামার সময় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে যে জোয়ারের সময় সমুদ্রের জল থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে। এদিকে কেলেঘাই নদীর জলস্তর বাড়ায় পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ভাবে আতঙ্ক তৈরি হয়েছে। লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছেন বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI