১২৮ কোটি টাকার দিঘায় পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির স্থাপন ,মুখ্যমন্ত্রীর ঘোষণা
From : রাইট
Dec 17, 2021
2:30:30 PM
বৃহস্পতিবার কলকাতায় পুরভোটের নির্বাচনী সভায় মমতা বন্দোপাধ্যায় ১২৮ কোটি টাকা দিয়ে দিঘায় পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন।অনেক আগেই তিনি এই পরিকল্পনা নিয়েছিলেন এবং এলাকাও পরিদর্শন করে গেছেন তারপর এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রায় দু - বছর আগে দিঘা সফরে গিয়ে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরটি পরিদর্শন করেন মমতা।তারপরই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন পুরীর মতনই বড়ো আকারে দিঘায় একটি জগন্নাথ মন্দির স্থাপন করবেন।তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্বাচনী সভায় বলেন ''আমি চাই পুরীর মতোই জগন্নাথ মন্দির হোক দিঘায়।’’মুখ্যমন্ত্রী যে বাংলাকে খুব ভালোবাসেন তা তো বোঝাই যাচ্ছে এই বলে বিজেপিরা নানারকম কটাক্ষ ও করেন।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আলোচনা সভায় এই ইস্যুকে কেন্দ্র করে তাদের তুলোধোনা করেন।মমতা আরোও বলেন যারা বলতো ''মমতা পুজো করতে দেয় না তাদের মুখে আজ চুনকালি''।