রাতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকলো গাড়ি ! মৃত ৩ জখম ১
From : রাইট
Feb 07, 2022
11:35:30 AM
মালদহ নালাগলা রাজ্য সড়কে রাতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকলো গাড়ি।রাতের কুয়াশার জন্য রাস্তার দৃশ্যমান্যতা কমে যাওয়ার জেরে এই ঘটনাটি ঘটেছে।রবিবার গভীর রাতে মালদহ নালাগলা রাজ্য সড়কে মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটেছে।এই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক দম্পতি সহ চার জনের।
পুলিশ সূত্রে খবর , রবিবার গভীর রাতে মালদহ - নালাগলা রাজ্য সড়কে গাড়িতে চড়ে যাচ্ছিলেন চারজন।হটাৎ কুয়াশাচ্ছন্ন রাস্তায় না দেখতে পেয়ে ওই গাড়িটি নিয়ণ্ত্রন হারিয়ে রাস্তার পাশের এক বাড়িতে ঢুকে যায়।ওই গাড়িতে যারা ছিলেন তারা হলেন এক দম্পতি এবং বছর চব্বিশের দেবাশিস মন্ডল ও বছর পঁচিশের সুব্রত শেঠ।তাঁরা প্রত্যেকেই কিন্তু মালদহের হবিবপুর ব্লকের বাসিন্দা ছিলেন।গাড়িটি ওই বাড়িতে ধাক্কা মারার পর উল্টে যায় এবং পুরো দুমড়ে মুচড়ে যায়।স্থানীয়রা সবাই ছুটে আসে এবং একে একে আটকে থাকা ব্যাক্তিদের উদ্ধার করে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে খবর , ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের আর একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।তারপর পুলিশে খবর দেয় পুলিশ এসে সেই দেহগুলি ময়নাতদন্তে পাঠায়।পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।কিন্তু কিভাবে এতবড়ো দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি তবে পুলিশ অনুমান করছে রাস্তায় কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়েছে গাড়িটি তার জন্য এতবড়ো দুর্ঘটনা।