অভিনন্দন বর্তমানকে রাষ্ট্রপতি ‘বীরচক্র’ দিয়ে সম্মানিত করলেন
From : রাইট
Nov 22, 2021
4:28:45 PM
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোমবার ‘বীর চক্র’ দিয়ে অভিনন্দন বর্তমানকে সম্মানিত করলেন। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারী পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেছিলেন। সেই কাজের জন্যই ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে রাষ্ট্রপতি ‘বীরচক্র’ সম্মানে ভূষিত করলেন।
জম্মু থেকে শ্রীনগরের যাওয়ার পথে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সেনাদের কনভয়ে জইশ জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণ ঘটিয়েছিল। ৪০ জনের বেশি জওয়ান ওই বিস্ফোরণে শহীদ হয়ে যান। ওই ঘটনার ১২ দিন পরে বালাকোটে ঢুকে ভারতীয় বায়ুসেনা জঙ্গিঘাঁটিতে পাল্টা হামলা করে। এবং অনেক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়।
এরপরে পাকিস্তানি যুদ্ধ বিমান এফ-১৬ আবার হামলা করে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। পাকিস্তানের সেই যুদ্ধ বিমান এফ-১৬-কে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ধাওয়া করে এবং পাকিস্তানের সীমায় ঢুকে পড়ে। পাকিস্তানি এফ-১৬ বিমানটিকে গুলি করে নিচে নামান।
এরপরেই সে দেশের প্রশাসন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ার জন্য আটক করে। ভারত-সহ গোটা বিশ্ব অভিনন্দনের মুক্তির দাবিতে প্রতিবাদ করতে শুরু করে। অবশেষে পাকিস্তানকে মাথা নত করতে হয় ভারতের কাছে।