পশ্চিম মেদিনীপুরের ঘাটালের চন্দ্রকোনায় মাটি বোঝাই ট্রাক উল্টে মৃত্যু পৌঢ়ের !
From : রাইট
Feb 04, 2022
12:50:30 PM
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের চন্দ্রকোনা এলাকায় এক পৌঢ়ের মৃত্যু হলো মাটি বোঝাই ট্রাক উল্টে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।ওই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয় একের পর এক ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।জ্বালিয়ে দেয় জেসিবি।
স্থানীয় সূত্রে খবর , বৃহস্পতিবার অরূপ ঘোষ ও নিমাই ঘোষের গ্রাম লাগোয়া কৃষিজমি খনন করে পুকুর তৈরির কাজ করছিলেন আর সেই সময় এতবড় দুর্ঘটনাটি ঘটে যায়। ওই পুকুর খননের মাটি রাতে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছিলো গ্রামের অন্য প্রান্তে। আর সেই সময় মাটি বোঝাই করা ট্র্যাক্টর উল্টে মৃত্যু হয় ওই গ্রামেরই এক পৌঢ় সুকুমার রায়ের। কিন্তু ওই পৌঢ়কে উদ্ধার না করে গাড়ির চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। কিন্তু গ্রামবাসীরা এই ঘটনা জানার পর খুবই ক্ষুব্ধ হয় যান।
ওই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে চারটি ট্র্যাক্টর,একটি জেসিবি এবং একটি মটরবাইকে আগুন লাগিয়ে দেয়। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িগুলি। পরে পুলিশ বাহিনী খবর পেয়ে ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয়।স্থানীয়রা অভিযোগ করেছেন যে এই পুকুর খননে বাধা দিয়েছিলেন তারা যাতে পুকুর খনন না করা হয় তার জন্য বিভিন্ন জায়গায় লিখিত আবেদনও করেছেন।কিন্তু তাদের কথা কেউ শোনেনি। তাদের কথা শুনলে এই দুর্ঘটনাটি হয়তো ঘটতো না। ওই এলাকার গ্রামবাসীদের দাবি এই ঘটনায় জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে পুলিশ যেন আইনানুক ব্যবস্থা নেয়।এবং মৃত ব্যাক্তির বাড়িতে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।