এবার বাংলার ১৫০ কিমি বেগ নিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি,কালবৈশাখী,এবং ঘূর্ণিঝড়
From : রাইট
Mar 23, 2022
4:19:00 PM
গরমের রেহাই দিতে বাংলায় ১৫০ কিমি বেগে এগিয়ে আসছে ভারী বৃষ্টির পূর্বাভাস।হাওয়া অফিস জানিয়েছে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে।
এখনও এপ্রিল আসেনি কিন্তু এরই মধ্যে গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ।কিন্তু আবহাওয়া সূত্রে খবর কাল সকাল থেকে বিকাল অবধি আকাশ মেখলা থাকবে রাতে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে রাজ্যে একাধিক জেলায়।
তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।আকাশ মেখলা থাকলেও বৃষ্টির সম্ভবনা নেই বলেই চলে।
তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভবনা বেশি ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যে আপাতত এখন বৃষ্টির কোনো সম্ভবনা নেই। কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে কিছুদিনের মধ্যে তাপমাত্রার পারদ আরো উর্দ্ধগামী হতে পারে।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে। আর আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ কাছাকাছি ।