Mamata Banerjee in Delhi:দিল্লি সফরে এবার বড় চমক, মোদি-অমিত শাহের সঙ্গে মমতার বৈঠক
From : রাইট
Nov 22, 2021
12:09:00 PM
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যাচ্ছেন ৪ দিনের সফরে। সন্ধ্যার সময় দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রী রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির প্রসঙ্গ ও রাজ্যের দাবিদাওয়া নিয়ে আজ বৈঠকে আলোচনা করতে পারেন। রাজনৈতিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তাঁর কিছু আপত্তির কথা বলতে পারেন। বাংলার জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা ২০২০-২১ অর্থবর্ষে প্রাপ্য রয়েছে। এছাড়া ৩২ হাজার কোটি টাকা ইয়াস ইত্যাদি মোকাবিলা বাবদ পাওনা রয়েছে সেটা নিয়েও মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন।
আর রয়েছে ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন, আবাস যোজনা, সড়ক যোজনা-সহ টাকা নিয়ে আলোচনা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও তৃণমূল নেত্রীর বৈঠক হতে পারে। সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। ২৫ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি থেকে ফেরার কথা রয়েছে।