পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা জুড়ে তৈরি হয়েছে বন্যার মতো পরিস্থিতি তার কারণ হলো যেখানে সেখানে যত্রতত্র ভাবে তৈরি করেছে অবৈধ ভাবে ভেড়ি ও ইটভাটার রমরমা। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের কথা সামনে আসতেই বিজেপি লোকেরা খোঁজা শুরু করে দিয়েছে। তাই সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র এই ঘটনার অভিযোগকে অস্বীকার করেছে বলে।
তমলুকের তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী বলেছেন যে এই বন্যা পরিস্থিতির কারণ হলো যেখানে সেখানে যখনতখন যেভাবে সেভাবে জমির ভেড়ি ও অস্থায়ী ভাবে ইটভাটার গড়ে ওঠার ফলে এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে।
পূর্ব মেদিনীপুর হলো উপকূলবর্তী জায়গা তাই এইভাবে যেখানে সেখানে যখনতখন যেভাবে সেভাবে জমির ভেড়ি ও অস্থায়ী ভাবে ইটভাটার গড়ে ওঠার ফলে তমলুকের তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী অনেক বাধা দিয়েছেন। কিন্তু এই কথাকে সবাই অস্বীকার করেছেবলে দাবি সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের ।
সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের দাবি সামনে আসতেই বিজেপি বিধায়ক খোঁজা আক্রমণের ধার বাড়িয়েছে বলে জানা গিয়েছে।
সারাদিন দফায় দফায় বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হওয়াটা গ্রামবাসীদের ঘরে ঘরে জলডুকে পড়েছে কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে এখন এটাই সবচেয়ে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে।