সন্ধ্যার মধ্যেই ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি,দেখুন কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস Updates...
From : রাইট
Mar 26, 2022
2:43:45 PM
ফের আরো একবার বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। ২৬ শে মার্চ তথা আজ সসন্ধার পর থেকে রাজ্যের ১২ টি জেলা বৃষ্টিতে ভেজার সম্ভবনা রয়েছে।শনিবার তথা আজ বীরভূম, নদিয়ায়,কলকাতা,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস সূত্রে খবর সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত অক্ষরেখার দারুন পরিবর্তন ঘটেছে। তাই প্রচুর পরিমানে জলীয় বাস্প উৎপন্ন হয়েছে বঙ্গোবসাগরে।বঙ্গপোসাগরে জলীয় বাস্প উৎপন্ন হওয়ায় তার জেরেই রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে ।
শনিবার তথা আজ সকাল থেকে আকাশের কোল যেন মুখ ভার।হালকা থেকে ভারী ধরেনের মেখলা।
আগামীকাল রবিবারও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ।
আগামীকাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের আটটি জেলা যথা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,বৃষ্টি না হলেও এইসব জেলাগুলিয় মেঘলা আকাশ। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে।