শুক্রবার kkr এর বিরুদ্ধে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনিকে সঞ্চালক জিজ্ঞেস,করেন ‘‘ছেড়ে যাওয়ার আগে চেন্নাই সুপার কিংসের জন্য যা রেখে গেলেন, তার জন্য আপনি নিশ্চই গর্বিত।’’ ধোনির জবাবে বলে , ‘‘ছেড়ে যাইনি এখনও।
অধিনায়ক বিরাট কোহলীদের কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়? টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্ভবত তাঁর হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিং।