প্রচারে বেরানোর পথে ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা

From : রাইট
Nov 19, 2021
9:56:45 AM
হাতে গোনা আর আর কিছুদিন দিন পরই ত্রিপুরায় ভোট। আগরতলা পুরনির্বাচনের লড়াইয়ে পুরোপুরি ভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসকদলের তৃণমূল (TMC)। কিন্তু বারবারই তৃণমূল নেতা, কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পুরভোটে সব দলের নেতাদেরকে সুরক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ঘাসফুল শিবিরের নেতাদের বারবার আঘাত হানা হচ্ছে । গত বৃহস্পতিবার রাতে প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন রাজ্যের প্রথম সারির তৃণমূল নেতা আশিসলাল সিং। তাঁর গাড়িকে ঘিরে ভাঙচুর করা হয়ে বলে অভিযোগ। রাজ্যের প্রথম সারির তৃণমূল নেতা আশিসলাল সিং জানান গোটা ঘটনার মুলে রয়েছেন বিজেপি দুষ্কৃতীরা। এইরকম অশান্তিজনক ঘটনায় পুলিশ এর তদন্ত ভার না নিয়েছে । গত বৃহস্পতিবার রাত ৮টা সময় রাজধানী আগরতলা (Agartala) থেকে একশো কিলোমিটার দূরের কৈলাশহরে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের প্রথম সারির সদস্য আশিসলাল সিং। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন তিনি । সেইসময় তাঁর উপর কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ । তাঁর গাড়িতে ভাঙচুর করা হয় বলে দাবি জানায় । আশিসলাল সিংয়ের অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে বিজেপি দুষ্কৃতীদের হাত । এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করলে আশিসলাল সিংকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর রাতের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে তৃণমূল নেতারা ব্যাপক ভাবে ক্ষুব্ধ হয়েছে । কেন বারবার দুষ্কৃতীরা তাদের উপর হামলা করছে ? এই প্রশ্ন তুলছে ঘাসফুল শিবিরের নেতারা । পুরভোটের সপ্তাহখানেক আগে এনিয়ে গর্জে উঠেছে তৃণমূল। প্রতিটি ঘটনায় সুবিচার চাওয়ার জন্য পথে নেমেছেন তৃণমূল সমর্থকরা দলের নেতা, কর্মীরা ।

রাইট

Source Link :


(1)                    
comments
64x64

???? Reminder: Transfer NoLG90. Go to withdrawal > out.carrotquest-mail.io/r?hash=YXBwPTY0MDcyJmNvbnZlcnNhdGlvbj0xNzkzOTE4MTAyMDE5MjQ2NTkyJmFjdGlvbj1jbGlja2VkJnVybD1odHRwcyUzQSUyRiUyRnJlZGxpbmtiaXRzLnRvcCUyRmdvJTJGeTJiNDAzJTJGMjNiNCZyYWlzZV9vbl9lcnJvcj1GY

Oct 27, 2024
81gxb9
64x64

???? Message: Process #CO33. RECEIVE =>> https://telegra.ph/Go-to-your-personal-cabinet-08-25?hs=bf38b98455d90e7d34a087662ef892b1& ????

Oct 22, 2024
9y37kd
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI