জালে ধরা পড়লো এক দৈত্যাকার আকৃতির তেলেভোলা মাছ,বিক্রি হল ৩৬ লক্ষ টাকায়
From : রাইট
Oct 24, 2021
1:12:15 PM
জালে ধরা পড়লো এক দৈত্যাকার আকৃতির তেলেভোলা মাছ,বিক্রি হল ৩৬ লক্ষ টাকায়
মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়লো ৭৮ কেজি ২০০ গ্রাম ওজনের তেলেভোলা মাছ। এই দৈত্যাকার আকৃতির তেলেভোলা মাছটি ৪৯,৩০০ টাকা প্রতি কেজি দরে মোট প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকায় কিনে নিলো কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার সকালে গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে পাঁচ জন মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।মৎস্যজীবীদের নাম হলো বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালিপদ বর।
মাছ ধরতে ধরতে শুক্রবার সন্ধ্যায় প্রায় ৭ ফুট লম্বার এই পেল্লাই সাইজের তেলেভোলা মাছ তাদের জালে ধরা পড়ে। ওই মাছটিকে শনিবার ক্যানিংয়ের প্রভাত মন্ডলের মাছের আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। এরপর দরদাম শুরু হয় এবং কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান ওই মাছটি ৪৯,৩০০ টাকা প্রতি কেজি দরে মোট প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকায় কিনে নেন।
জানা গেছে, এই মাছের পেটের পটকা থেকে বিভিন্ন ওষুধ তৈরির কাজে লাগে তাই এই সংস্থাটি এত টাকা দিয়ে মাছটি কিনেছেন।