৪ বছরের শিশুর মৃত্যু, অভিযোগ স্বাস্থ্যকর্মীরা ঘুষ না পাওয়ার জন্য অক্সিজেন দেননি!
From : রাইট
Nov 02, 2021
3:52:30 PM
অক্সিজেন দেওয়া হয়নি অসুস্থ শিশুকে। তাই অসুস্থ ওই চার বছরের শিশুটি ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রাণ হারালো বেডে। অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা ঘুষ পাননি বলে অক্সিজেন দেননি। হায়দরাবাদের হাসপাতালে এইরকম মর্মান্তিক ঘটনার জন্য তুলকালাম সৃষ্টি হয়েছে।
সূত্রে খবর, মৃত ওই শিশুটির নাম হল মহম্মদ খজা। মৃত ওই শিশুটি গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এবং এই সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়িয়েছিল। হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে প্রথমে ওই শিশুটিকে ভর্তি কড়া হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে নিলোফার হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই চার বছরের শিশুকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।
মৃত শিশুটির বাবার অভিযোগ, অক্সিজেনের প্রয়োজন ছিল তার বাচ্চার। কিন্তু সুভাষ নামের এক স্বাস্থ্যকর্মী ১০০ টাকা ঘুষ চায় অক্সিজেন দেওয়ার জন্য। কিন্তু শিশুর পরিবার টাকা দিতে রাজি হয় না। আর এই নিয়ে হাসপাতালে অশান্তির সৃষ্টি হয়। সুভাষ তখন আইসিইউ ছেড়ে চলে যায় অক্সিজেন না দিয়ে। চার বছরের ওই শিশু হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা যায়। এরপরেই শিশুটির আত্মীয়, পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
হাসপাতালের সুপারিন্টেডেন্ট অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করেছেন এই ঘটনার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ আশ্বাস দিয়েছে এই ঘটনার উপযুক্ত তদন্ত করার। আর এই ঘটনায় যদি অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মী সুভাষের দোষ প্রমাণিত হয় তাহলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।