West Bengal Weather Update: আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে,এ নিয়ে কী বলছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
From : রাইট
Oct 29, 2021
11:47:30 AM
শীত আসছে ধীরে ধীরে, ওয়েদার আপডেটে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, রাতের দিকে তাপমাত্রা কমবে।সপ্তাহের শেষে রাতের পারদ নামবে। শীতের আমেজ সকালে ও রাতে বাড়বে। বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিমে।
পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া বইতে শুরু করেছে। এইরকম আবহাওয়া আগামী দুদিন থাকবে। সারা বাংলা জুড়ে হেমন্তের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাতে হালকা শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কোথাও কুয়াশাও পড়ছে। শীতের আমেজ পশ্চিমের জেলা গুলিতে বেশি অনুভূত হবে। সকালের দিকে শীতের আমেজ বাড়তে পারে বলে মনে করা হয়েছে।
বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। আবহাওয়াও শুষ্ক রয়েছে। আগামী কয়েকদিনে সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে এবং শীতের আমেজ কিছুটা বাড়বে।
আজ মূলত কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।
শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে যাবে। দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার।