আজও সারাদিন দফায় দফায় চলবে বৃষ্টি আবহাওয়া কবে ঠিক হবে তা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

From : রাইট
Sep 14, 2021
11:33:30 AM

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ  গাঙ্গেয় পশ্চিমবাংলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া  নিষেধ জারি করেছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিস আরো জানিয়েছে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে এই গভীর নিম্মচাপ। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশে শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের দিকে  কলকাতার আবহাওয়া থাকবে মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনাও রয়েছ সঙ্গে ঝোড়ো হওয়াও বইতে পারে। 

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াও বইতে পারে বলে জানিয়েছে আলীপুর আবহাওয়া অফিস। 
বৃহস্পতিবার  থেকে উত্তরপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থানে বৃষ্টি বাড়বে বলে সম্ভবনা রয়েছ।
কর্ণাটক তামিলনাডু পুডুচেরি করাইকাল  কেরালা এলাকায় আগামী থেকে বৃষ্টির পরিমান বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI