Ashish Mishra Arrested গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র

From : রাইট
Oct 10, 2021
10:18:15 AM

 উত্তর প্রদেশর  (Uttar Pradesh) পুলিশ (Ashish Mishra Arrested) কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে  আশিস মিশ্রকে  লখিমপুর কাণ্ডে জন্য প্রায় ১২ ঘন্টা জেরার পর গ্রেপ্তার করলো ৷ গত কিছুদিন আগে  ৩ অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় চার কৃষককে গাড়ি দিয়ে পিষে মেরে ফেলার  অভিযোগ  ছিল আশিসের বিরুদ্ধে৷ তারপর সেইদিন  প্রায় বারো ঘণ্টা ধরে আশিসকে জেরা করে উত্তর প্রদেশ পুলিশের তদন্তকারী দল৷ তার পরই  উত্তর প্রদেশর  (Uttar Pradesh) পুলিশ আশিসকে গ্রেফতার করে ৷

উত্তর প্রদেশ (Uttar Pradesh)বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকা পুলিশের ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, 'আমরা আশিস মিশ্রকে হেফাজতে নিচ্ছি৷ উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছিলেন না৷'

উল্লেখ বিষয় হচ্ছে  শুক্রবারই লখিমপুর কাণ্ডের জন্য  উত্তর প্রদেশ পুলিশ কে  নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট৷  অভিযুক্ত আশিস মিশ্রের প্রতি পুলিশ যে কটাক্ষ মনোভাব দেখাচ্ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোটের  প্রধান বিচারপতি এন ভি রামাবন্না৷সুপ্রিম কোটের  প্রধান বিচারপতি এন ভি রামাবন্না তদন্তকারী দলের অফিসারদেরও বদল করার নির্দেশ দেয় ৷ তার পরের দিনই উত্তর প্রদেশ পুলিশ আশিস মিশ্রকে গ্রেফতার করল৷

আশিসের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ,যে  গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষক বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয়  মন্ত্রীর ছেলে  তিনি যে গাড়িতে ছিলেন, সেটির সাহায্যে  চারজন কৃষককে পিষে দেয়৷তারপরই সেখানে থাকা  দুই বিজেপি কর্মী এবং ওই ঘাতক গাড়ির চালককে৷

উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা যায় যে লখিমপুরের ঘটনা ছিল  বিরোধীদের চক্রান্ত৷  উত্তর প্রদেশ পুলিশের এই অনুমান কে ঘিরে যে শোরগোল ছিল তা উপরভিত্তি করে উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্য নাথ এই তদন্তের ভার দেন৷  


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI