বর্ষায় বেহাল রাস্তা ।তৃণমূলের দুর্নীতিদের বিরুধ্যে পথ অবরোদ বাসিন্দাদের শাসক দলের বিরুধ্যে বাসিন্দারাই তুললেন গুরুতর অভিযোগ ।বেহাল রাস্তা বসে যাচ্ছে গাড়ির চাকা প্রতিবারই ঘটে চলেছে ছোটোবড়ো ঘটনা দীর্ঘদিন এইভাবে পরে রয়েছে রাস্তা বেহাল এই অবস্থাতে পথ অবরোদ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ।
শুধু বিক্ষোভ দেখানো নয় রাস্তা সারানোর না হওয়ার পিছনে রাজনৈতিক নেতাদের আথিক তছরুপের অভিযোগ তুলেছে গ্রামবাসীরা । শুধু তাই নয় সরকারি টাকার পিছনে তছরুপের ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে খবর রানাঘাট দুই ব্লকের কামালপুর পঞ্চায়াতের নয়া পাড়া থেকে সিক্রি পর্যন্ত প্রায় ৪ বছর যাবৎ বেহাল পরিস্থিতে পরে রয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দু বছর আগে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার বিধায়ক ও স্থানীয় রাজনৈতিক নেতারা। আর তার পরেই রাস্তার পাশেই থাকা বড়ো বড়ো গাছ কেটে নিয়ে গেছেন কিন্তু গাছ কেটে নিয়ে যাওয়া এইপ্রযন্তই যথেষ্ট তারপরও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুততার সাথে রাস্তা না সরালে তারা ভোট বয়কট করবে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।