বাংলায় বড়দিনের আগেই একধাক্কায় বাড়লো সর্বনিম্ন ২ ডিগ্রি তাপমাত্রা! শীতের কনকাননি উধাও
From : রাইট
Dec 22, 2021
3:45:45 PM
আলিপুর আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী ,বুধবার বাংলায় সর্বনিম্ন ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।গত কয়েকদিন ধরে যে কোন্কোনানি শীত ছিল তাপমাত্রা বাড়তে মানুষ একটু স্বস্তির নিঃশাস ফেলেছে।আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার জেরে বড়োদিনটা সবার ভালো ভাবে কাটতে পারে।
সোমবার সকালে সামান্য কুয়াশার দেখা গিয়েছেছিল তবে মঙ্গলবারের নিরিখে বুধবারের তাপমাত্রা একটু বেড়েছে। তবে শীতবিলাসী মানুষদের সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে যে উত্তর পচিম ভারতে পর পর দুটি ঝঞ্ঝা রয়েছে তাই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।তাই বাড়তে পারে তাপমাত্রা।তবে বড়োদিনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন বলে মনে হচ্ছে বঙ্গবাসীরা।তবে আগামী ২৪ ঘন্টায় বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে। যেমন ওড়িশাসহ মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের শৈতপ্রবাহ পড়তে পারে সামান্য বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।