বঙ্গোপসাগরে ফের নতুন করে তেরি হচ্ছে নিম্মচাপ শুক্রবার থেকে আবারো ভারী বৃষ্টির সম্ভবনা

From : রাইট
Sep 15, 2021
10:40:30 AM

বৃষ্টির প্রকোপ কাটিয়ে উঠতে না  উঠতেই আবারো বঙ্গোপসাগরে ফের নতুন করে তেরি হচ্ছে নিম্মচাপ৷

 

নিম্মচাপের জেরে ১৬  সেপ্টেম্বর সারা দেশের হরিয়াণা, রাজস্থান,মধ্য মহারাষ্ট্র, গুজরাত, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশে গুজরাতের রাজকোট ও জামনগর জেলায় ও পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত(severe rain) হবে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর ৷

 

আইএমডি(IMD) থেকে জারি করা হয়েছে এই নিম্মচাপ মঙ্গলবার পর্যন্ত স্থায়ী থাকবে এই নিম্মচাপ  ৷কলকাতা আবহাওয়া দপ্তর থেকে আবারো জারি করা হয়েছে যে এবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা জোরালো হবে হবে বলে জানিয়েছে৷


আবারো রেড এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস থেকে৷মৌসুমী বিভাগের থেকে আরো সতর্কতা জারি করেছে ৩-৪ দিন স্থায়ী থাকবে এই বৃষ্টি ৷ 


রাইট

Source Link :


(1)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI