ভারতীয়রা কোভিশিল্ড নিলে তাদের আর কোয়ারেন্টাইন-এ থাকতে হবে না, ব্রিটেন এমনটাই নিয়ম করল

From : রাইট
Oct 08, 2021
10:48:45 AM

কোয়ারেন্টাইন-এ থাকার নিয়ম শিথিল করল ব্রিটেন কেন্দ্রের চাপে। কোভিশিল্ডের ডবল ডোজ নিয়ে যেসব ভারতীয়রা ইংল্যান্ডে গেছে তাদের আর কোয়ারেন্টাইন-এ থাকতে হবে না। ব্রিটিশ রাষ্ট্রদূত এলেক্স অ্যালিস এমনটাই জানালেন। এই নিয়ম চালু হচ্ছে আগামী সপ্তাহ থেকেই অর্থাৎ ১১ অক্টোবর থেকে। কেন্দ্রের চাপের পর দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক  বজায় রাখার জন্যই এইরকম নিয়ম করা হয়েছে। এই নতুন ঘোষণা ভারতের জয় বলেই মনে করা হচ্ছে।  WHO  কোভিশিল্ডকে মান্যতা দিলেও প্রায় অনেকগুলি দেশে ভারতীয়রা প্রবেশ করার পর কোয়ারেন্টিনের কড়াকড়ি ব্যবস্থা ছিল। এমনকি জোড়া টিকা নিলেও কোয়ারেন্টাইন-এ থাকতে হত। 

ভারত এই নিয়মকে কঠিনভাবে রূপ দেয় গত ৪ অক্টোবর থেকে। ব্রিটেন তার কয়েকদিনের মধ্যেই  সিদ্ধান্ত নেয় কোয়ারেন্টাইন নিয়মে ছাড় দেওয়ার। কিন্তূ ব্রিটিশ রাষ্ট্রদূত এলেক্স অ্যালিস বৃহস্পতিবার জানান, ব্রিটেনের অনুমোদিত অন্য যে কোনও টিকা বা কোভিশিল্ড নিয়ে যে ভারতীয়রা ব্রিটেন যাচ্ছেন, তাঁদেরকে  কোয়ারেন্টাইনে থাকতে হবে না আর। টিকাকরণের সার্টিফিকেট বিমানবন্দরে নামার পর দেখালেই চলবে। আগামী ১১ অক্টোবর থেকে এই নিয়ম শুরু হবে। 


রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI