ভারতে একলাফে বাড়লো ওমিক্রনের সংখ্যা দেখুন কোন রাজ্যে কত ?

From : রাইট
Dec 06, 2021
11:46:00 AM
ভারতে প্রথম কর্নাটকের ২ জনের দেহে ওমিক্রনের (Omicron) সন্ধান পাওয়া গেলেও এখন তা একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী , রবিবার পর্যন্ত ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১ জন হয়েছে বলে জানা গিয়েছে। এরআগে দিল্লীর হাসপাতালে ৫ জন ওমিক্রনে আক্রান্ত রোগীর চিকিৎসা চলার মাঝেই, জয়পুর এবং মহারাষ্ট্র থেকে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিলো। জানা গিয়েছে,এর মধ্যে রাজস্থানের জয়পুরে একই পরিবারের ৯ সদস্যের শরীরে দেখা মিলেছে ওমিক্রনের। এবং অন্যদিকে, মহারাষ্ট্রে ৭ জন ওমিক্রনে আক্রান্তের মধ্যে পিম্প্রিতে একই পরিবারের ৬ জনের শরীরে মিলেছে এই ভাইরাসের লক্ষন। নাইজিরিয়া ফেরত এক মহিলা ও তাঁর দুই মেয়ে এবং ওই মহিলার ভাই ও তাঁর দুই মেয়ের শরীরে মিলেছে এই ভাইরাসের লক্ষন। সেইসঙ্গে মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত এক ব্যক্তির দেহেও এই ভাইরাসের হদিশ মিলেছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮। বিশেষজ্ঞদের মতে, করোনার এই প্রজাতি অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে একেবারেই আলাদা এবং বেশি শক্তিশালী। যা এবার বিভিন্ন দেশ ঘুরে ভারতেও বাসা বাঁধতে শুরু করে দিয়েছে।

রাইট

Source Link :


(0)                    
comments
No Comments......
leave a comment
Find News By Date
Our Shop

Give your comment



BANGLA
HINDI