বিজয়মিছিল নিয়ে 'না' কমিশনের, অভিষেকও দিলেন কর্মীদের কড়া বার্তা
From : রাইট
Nov 02, 2021
2:56:30 PM
তৃণমূল কর্মীদের বিজয়োল্লাস করতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই। বাধনহারা গোসাবা-দিনহাটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই কোনও রকম বিজয়মিছিলে যোগ দিতে বারণ করলেন দলীয় কর্মীদের।
শোভনদেব চট্টোপাধ্যায় এবার খড়দহে বিজয়ী হয়েছেন। শোভনদেব জানিয়েছেন, দল কোনোরকম বিজয়মিছিল করতে চায় না। হাইকমান্ডের নির্দেশ পেয়েছেন তিনি।
এতে নবান্ন ও তৃণমূল উদ্বেগে রয়েছে। অনেক জায়গায় বিভিন্ন সংবাদমাধ্যমে বিজয়মিছিল বেরোতে দেখা গেছে। কমিশন সব জেলার জেলাশাসককে কড়া নির্দেশ দিয়েছেন কোনো বিজয়মিছিল যেন না বেরোয়। এর জন্য ফোন করে সতর্ক করে দিয়েছেন কমিশন।
তৃণমূল এই উপনির্বাচনে চার আসনে জয়ী হয়েছে। এক লক্ষ ১৩ হাজার ৬৪৭ ভোট শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন। তৃণমূল ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়লাভ করেছে। বিজেপি প্রার্থী জয় সাহা দ্বিতীয়তে আছেন। সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস তৃতীয়। তৃণমূল প্রার্থী উদয়ন ঘোষ দিনহাটায় রেকর্ড জিতেছেন। গোসাবাতেও তৃণমূল জয়ী হয়েছে। শান্তিপুর কেন্দ্রে গণনা চলছে এখনও। কিন্তু ৫০ হাজার ভোটে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সেখানে এগিয়ে রয়েছেন।