শুভেন্দু বিজেপিতে যাওয়া থেকে বিজেপির পতন শুরু শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের
From : রাইট
Nov 04, 2021
11:46:30 AM
শুভেন্দু বিজেপিতে যাওয়া থেকে বিজেপির পতন শুরু শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের
বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিজেপির এই গো হারান হারের জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন ফিরহাদ হাকিম।
সোমবার বাংলাদেশের হিংসার ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামের তেখালি ব্রিজ থেকে মহেশপুর বাজার পর্যন্ত এক মিছিলের আয়োজন করেছিল বিজেপি । নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন সেখানে । মিছিল শেষে মহেশপুর বাজার এলাকায় এক জনসভারও আয়োজন করা হয়।
ওই জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘স্বামী বিবেকানন্দের শিষ্য আমি, চরৈবতি হল আমার মন্ত্র। প্রাণনাশের হুমকি দিয়েও আমাকে আটকানো যাবে না। আমি এখানে কালীপুজোর দিন আবার আসব। পশ্চিমবঙ্গের সর্বত্র সনাতন ধর্ম প্রতিষ্ঠা করে তবেই আমি রাজনীতি ছাড়ব’।
শুভেন্দুর এমন বক্তব্যে ফিরহাদ হাকিম শুভেন্দুকে আক্রমণ করে বলেন শুভেন্দু রাজনীতিতে থাকুক, আমি সেটাই চাই। শুভেন্দু যেদিন থেকে বিজেপিতে এসেছিলেন, সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে বিজেপির পতনের যাত্রা। সেই কারণেই কামনা করব, যাতে শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে অবসর না নেন’।