কলকাতায় আজ সকাল থেকে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির পরিমান বাড়বে বলে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
বঙ্গপোসাগরে ঘূর্ণবাত তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আজ পূর্ব - পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় "বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি" হওয়ার সম্ভাবনা। মঙ্গল বার পর্যন্ত ভারী বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও নাদিয়ায়। উত্তর বঙ্গের পার্বত্য এলাকা গুলিতে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গের আর বাকি এলাকা গুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
এদিকে আরব সাগর থেকে আর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে , মধ্য প্রদেশ এ তার প্রভাব পড়বে। আগামী ২৪ ঘন্টায় মধ্য প্রদেশ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ এর ফলে গুজরাট ও রাজস্থানে কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।