বর্ধমান মেডিক্যাল হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকান্ড, প্রাণ গেল এক করোনা রোগীর !
From : রাইট
Jan 29, 2022
1:05:00 PM
বর্ধমান কলেজ ও হাসপাতালের রাধারানী ওয়ার্ডে ৬ নম্বর কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকান্ড।এক করোনা রোগীর আগুনে ঝলসে প্রাণ গেল ওই অগ্নিকান্ডে।আপাতত অন্নান্য রোগীদের সরিয়ে এনে অন্য ওয়ার্ডে রাখা হয়েছে।সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয় হাসপাতাল কতৃপক্ষ।দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু কিভাবে আগুন লেগেছিলো এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর , বর্তমান মেডিক্যাল হাসপাতালে ২০ - ২৫ জন রয়েছেন।সেই হাসপাতালে উপস্থিত রোগীরা জানিয়েছেন যে ভোর সাড়ে চারটে নাগাদ ওই কোভিড ওয়ার্ডটিতে আগুন লেগে যায়।সেই মুহূর্তে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে প্রথমে হাসপাতালের কর্মীরা বুঝতে পারেননি।যখন তারা বুঝতে পারে যে আগুন লেগে গেছে তখন তারা চিৎকার করে ততক্ষনে একজন করোনা রোগী আগুনে পুড়ে ঝলসে যায়।কিন্তু আর বাকিদের তারা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায় , দমকল বাহিনীদের প্রাথমিক অনুমান মশা মারার ধুপ থেকে আগুন লাগে।কিন্তু প্রশ্ন উঠছে যে ওই ওয়ার্ডে রোগীদের সঙ্গে কোনো আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না তাহলে কি করতে মশার ধুপ এলো।এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হাসপাতাল কতৃপক্ষ।কিন্তু হাসপাতালের রোগীরা কেউই মানছেন না যে তারা ধুপ জ্বালিয়েছিলেন।তবে এখনো জানা যায়নি সঠিক কি কারণে আগুন লেগেছে।
হাসপাতালে উপস্থিত এক রোগী পুলিশকে জানিয়েছেন যে , করোনা রোগীর একটি বেডে প্রথমে আগুন লাগে।ওই বেডটায় মশারি টাঙানো ছিল বলে আরোও তাড়াতাড়ি আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।কিন্তু হাসপালের একদল কর্মী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে আর একদল কর্মী রোগীদের উদ্ধার করে অন্য ওয়ার্ডে নিয়ে যায়।কারোর গাফিলতিতে যদি এই ঘটনা ঘটে থাকে তবে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।তাদের প্রশ্ন এই আগুনটা কেউ ইচ্ছে করে লাগিয়েছে নাকি শুধু দুর্ঘটনা।যদি কেউ ইচ্ছে করে করে থাকে তার শাস্তি হওয়া দরকার।মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা উচিত নয়।তাই পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।