উত্তর ২৪ পরগনার বসিরহাটে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে খুন হলেন ওই তৃণমূল নেতা তার তদন্ত করছে পুলিশ।
সূত্রে জানা গেছে, মৃত ওই নেতার নাম মোফাজ্জল হক। এলাকায় তিনি তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন। বৃহস্পতিবার মোফাজ্জল বাইকে করে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথমে তাকে অস্ত্র দিয়ে কোপায় আর তারপর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে দুষ্কৃতীরা। ওই রক্তাক্ত অবস্থায় মোফাজ্জল রাস্তায় পরে থাকে। এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, মোফাজ্জলের মাছ ভেরির ব্যবসা ছিল। এছাড়াও অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাই হয়তো শত্রুও ছিল তার। আর সেই শত্রুতার জেরে তাকে খুন হতে হয়েছে। তাছাড়া রাজনৈতিক কারণেও খুনের কথা একদমই উড়িয়ে দেওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলা হবে। এই ঘটনার জন্য তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।