BSF জওয়ানদের চোর বলে কুরুচিকর মন্তব করলেন ফিরহাদ হাকিম
অক্টোবর এর ৩০ তারিখ রাজ্যের (West Bengal) চার কেন্দ্রে উপনির্বাচন হবে । চারটি কেন্দ্রেই জয় লাভ করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল (All India Trinamool Congress) নেতৃত্ব। রবিবার কোচবিহারের দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর হয়ে প্রচারে যান পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানে তিনি বিএসএফকে (Border Security Force) নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন।
পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে অনুপ্রবেশকারী বলেন, ফিরহাদ হাকিম আরো বলেন ‘নিশীথ প্রামাণিক এখন নিজেকে বাঁচাতে নরেন্দ্র মোদীর পায়ে গড়াগড়ি খাচ্ছে। প্রধানমন্ত্রী গোটা দেশকেই বিক্রি করে দিয়েছেন। আর এখন উনি বলছেন, বিএসএফ সীমান্তে আরও বেশি এলাকা জুড়ে পাহারা দেবে। বিএসএফ তো চোর, এখন আরও বেশি এলাকা জুড়ে চুরি করবে।”
ফিরহাদ হাকিম আরো বলেন, আগে মায়েরা বলতেন যা বেটা শো যা নেহিত গব্বর আয়েগা। আর এখন মায়েরা বলেন যা বেটা সো যা নেহি তো মোদী আ জায়েগা। ফিরহাদ হাকিম বলেন, একুশের নির্বাচনে দিনহাটার মানুষ নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে ভুল করেছিল, এবার আর করবে না। তিনি দিনহাটার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ভোট দেওয়ার আবেদন জানান।