কাঁথির পিছাবনি নয়ানজুলিতে উল্টে গেল বাস ,মৃত ২
From : রাইট
Dec 14, 2021
1:10:00 PM
সোমবার রাতে দীঘা যাওয়ার পথে পিছাবনি বাসস্ট্যাণ্ড এলাকায় নয়ানজুলিতে উলটে গেল বাস।পর্যটকেরা বড়ো দুর্ঘটনার কবলে পড়েছেন। এই দূর্ঘটনায় ১৫ জন আহত এবং ২ জন মৃত বলে জানা গেছে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাঁথি থানার পুলিশ গিয়ে হাজির হয়।এবং পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ঐদিন রাত্রে দিঘা কুকুড়াহাটি বাস টা কুকুড়াহাটি থেকে যাত্রী নিয়ে দিঘার দিকে যাওয়ার পথে পিছাবনি বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।এই দূর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ১৩ জন গুরুতর জখম হন এবং ২ জন মারা যান।মৃতদের মধ্যে একজনের বাড়ি মন্দারমণি আর একজনের বাড়ি রামনগরে।আর বাকিরা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে বাসটির ইঞ্জিন বিকল হয়ে গেছিলো তাই পর্যটকদের এতবড়ো দুর্ঘটনার মুখাপেক্ষী হতে হলো।